প্রথমে একজন সম্মানিত বিনিয়োগকারিকে অফিসে আসতে হয়। অতপর অত্র কার্যালয় হতে সরবরাহকৃত কাঙ্খিত ফরম পূরণ করতে হয়। তারপর ফরমের সাথে ক্রেতা ও নমিনির জাতীয় পরিচয়পত্র, উভয়ের 02 (দুই) কপি করে সদ্যতোলা পাসপোর্ট সাইজের ফটো, টিআইএন ও আয়কর প্রত্যয়ন এর ফটোকপি (5 লক্ষ টাকার উপরে হলে), নির্দিষ্ট অ্যামাউন্ট এর চেকসহ ক্রেতা ও নমিনি ফরমে স্বাক্ষর করে সকল কাগজপাতিসহ ফরম জমা দিতে হয়। এর পর অফিস ফরমটি সফটওয়্যারে এন্ট্রি করবেন, কর্মকর্তা তাঁর আইডি থেকে এপ্রোভ করবেন। তারপর চেক সংশ্লিষ্ট লিংক ব্যাংকে প্রেরণ করবেন। লিংক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহকের সংশ্লিষ্ট ব্যাংক হতে টাকাটি ডেবিট করবেন। তারপর সরকারি কোষাগারে ক্রেডিট করবেন। সকল প্রকার তথ্যই গ্রাহক তাঁর কাঙ্খিত মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে পেয়ে যাবেন। শেষে অত্র কার্যালয় সঞ্চয়পত্র ইস্যু করলে গ্রাহকের মোবাইলে Issue and Activated ম্যাসেজ যাবে। এরপর গ্রাহক সঞ্চয়পত্র সংগ্রহ করবেন। এ সমস্ত কর্মকাণ্ড করতে কমপক্ষে 03 (তিন) কর্মদিবস সময় লাগে। তবে যে বিষয়গুলো গ্রাহকের লক্ষ্যণীয় সেগুলো হলোঃ গ্রাহকের চেকের পাতায় সঠিক স্বাক্ষর করতে হবে। ব্যাংকের অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট সচল থাকতে হবে। চেক দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকে Positive Pay Information দিতে হবে। এবং পরিশেষে গ্রাহককে ব্যাংক হতে প্রেরণ করা মোবাইল রিসিভ করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস