Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

2023-24 অর্থবছরে সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা হতে কর্তিত উৎসে কর প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস/ব্যুরো ও বিশেষ ব্যুরো অফিসসমূহ হতে বিতরণ করা হচ্ছে।        

পূর্ণ মেয়াদান্তে পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.৫২%, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.০৪%, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.২৮% এবং পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.৭৬%


শিরোনাম
বিজ্ঞাপণ
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, দিনাজপুর।

 

সঞ্চয়পত্র ক্রয়ের নিমিত্তে প্রয়োজনীয় ডকুমেন্ট 


1। নির্ধারিত স্কিমের যথাযথভাবে ফরম পূরণ।

2। ক্রেতা ও নমিনি উভয়ের জাতীয় পরিচয়পত্র (NID)’র ফটোকপি।

3। ক্রেতা ও নমিনি উভয়ের সদ্যতোলা 02 (দুই) কপি করে পিপি সাইজ ছবি।

4। ক্রেতা ও নমিনির ব্যাংক হিসাবে যে স্বাক্ষর আছে ফরমে সেই স্বাক্ষর দিতে হবে।

5। নাবালক নমিনির ক্ষেত্রে রক্ত সম্পর্কিত একজন প্রত্যায়নকারির জাতীয় পরিচয়পত্র।

6। ফটোকপিসহ ব্যাংকের MICR চেক (স্বাক্ষর ও তারিখসহ) প্রদান করতে হবে।

7। যখন আপনার নামে 5 লক্ষ টাকার অধিক হবে বলে আপনি মনে করবেন তখন অবশ্যই আপনার TIN এবং হালনাগাদ আয়কর প্রত্যয়ন বা প্রাপ্তিস্বীকার জমা দিবেন।

8। পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে পিআরএল মঞ্জুরি আদেশ, আনুতোষিক মঞ্জুরি আদেশ, জিপিএফ এর চূড়ান্ত উত্তোলন মঞ্জুরি এবং পেনশন বহির ফটোকপি অথবা পিএসপি ফরম-2 যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরপূর্বক জমা দিতে হবে।


নির্দেশনা


1। সোনালী ব্যাংক ব্যতিত অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে MICR চেক বাধ্যতামূলক।

2। চেক প্রদান করার সময় স্বাক্ষর, তারিখ ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবং সংশ্লিষ্ট একাউন্ট-এ Sufficient Fund রাখতে হবে। যাতে চেক ফেরত না আসে।

3। ক্রেতা ও নমিনি উভয়কে স্বাক্ষরের জন্য অত্র অফিসে উপস্থিত থাকতে হবে।

4। চেক জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকে Positive Information এবং ব্যাংক কর্তৃক মোবাইল ফোন রিসিভ করতে হবে। নইলে চেক ফেরত আসবে।

5। ইতোপূর্বে সঞ্চয়পত্র ক্রয়ের সময় যে মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করা হয়েছে সেই মোবাইল নম্বর ও ব্যাংক হিসাবের চেক প্রদান করতে হবে।

6। ক্রেতা তাঁর কাঙ্খিত মোবাইলে Issue and Activated ক্ষুদেবার্তা পাওয়ার কমপক্ষে 01 (এক) দিন পর সঞ্চয়পত্র সরবরাহ গ্রহণের জন্য আসবেন। অযথা আসলে আপনার সময় ও অর্থ নষ্ট হবে।


ধন্যবাদান্তে

কর্তৃপক্ষ

ছবি
প্রকাশের তারিখ
08/11/2023
আর্কাইভ তারিখ
27/12/2023